শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:১৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ জুয়ার আসর নিয়ে সংবাদ প্রকাশ করায় গাইবান্ধায় সাংবাদিক সুমন মন্ডলের উপর হামলাকারীদের ৩ দিনেও গ্রেফতার করতে পারেনি পুলিশ । গত ৮ মার্চ হামলার পর আহত সাংবাদিক সুমন বাদি হয়ে গাইবান্ধা সদর থানায় মোঃ লিটন, মোঃ নজমল হক ও সেলিম মিয়াসহ তিনজনকে আসামি করে গাইবান্ধা সদর থানায় একটি মামলা করেন । কিন্তু মামলা হওয়ার তিনদিন অতিবাহিত হলেও এখনো কোনো আসামি গ্রেফতার হয়নি । আসামিরাও বিভিন্ন ভাবে সুমন মন্ডল ও তার পরিবারকে মামলা তুলে নিতে ভয়ভীতি প্রদর্শন করছে ।
অভিযোগ সুত্রে জানা যায়, রংপুর সংবাদ দৈনিক জাগো জনতা পত্রিকা ও কেটিভি বাংলার গাইবান্ধা জেলা প্রতিনিধি সুমন মন্ডল কযয়েকদিন আগে জুয়াড়িদের নিয়ে সংবাদ প্রকাশ করে এর কয়েকদিন পরেই গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে অভিযান চালিয়ে বেশ কয়েকজন জুয়াড়িকে আটক করে পুলিশ । জুয়াড়িদের ধারনা সুমন মন্ডল তাদের ধরিয়ে দিয়েছে । এরই জেরে কুখ্যাত জুয়াড়ি লিটনের নেতৃত্বে, নজমল ও সেলিম সহ কয়েকজন জুয়াড়ি ৮ ই মার্চ পথ রোধ করে বেধরক মারপিট করে ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায় । হামলার পর থেকে সুমন মন্ডল এখনো গাইবান্ধা জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছে ।