মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১০:১৫ অপরাহ্ন

সাংবাদিক রোজিনার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সাংবাদিক রোজিনার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও হেনস্তাকারিদের বিচারের দাবিতে গতকাল রোববার দুপুরে গাইবান্ধা শহরের গানাসাস মার্কেটের সামনে মানববন্ধন রচিত হয়। সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই কর্মসুচি পালন করে গাইবান্ধা সাংবাদিক কল্যাণ পরিষদ। এতে গাইবান্ধা থেকে প্রকাশিত সাপ্তাহিক গণপ্রহরী সম্পাদক ও সাংবাদিকরা অংশ নেন। এ ছাড়া শতাধিক সাংবাদিক ব্যবসায়ী শিক্ষক ছাত্রছাত্রী সংস্কৃতি ও সমাজকর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক গোবিন্দলাল দাস, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, সাপ্তাহিক গণপ্রহরীর সম্পাদক মুক্তিযোদ্ধা এসকে মজিদ মুকুল, বাংলাদেশের ওয়াকার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ, জেলা সিপিবির সভাপতি মিহির ঘোষ, জেলা বারের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, জেলা জাসদের সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, ডেইলি স্টারের সাংবাদিক মোস্তাফিজুর রহমান সবুজ, অ্যাডঃ কাজী ফকু প্রমুখ। মানববন্ধন সঞ্চালনা করেন সাংবাদিক শামীম আল সাম্য।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com