সোমবার, ২৯ মে ২০২৩, ১২:৫৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা প্রেসক্লাবের সদস্য ও শহরের ডেভিড কোম্পানীপাড়ার বাসিন্দা প্রবীণ সাংবাদিক আজাদ হোসেন সরকারের মৃত্যুতে গাইবান্ধা প্রেসক্লাবের উদ্যোগে গতকাল প্রেসক্লাব মিলনায়তনে শোক সভা অনুষ্ঠিত হয়। শোক সভার শুরুতেই তাঁর আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কে.এম রেজাউল হকের সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, সহ-সভাপতি মোঃ আব্দুস সামাদ সরকার বাবু, যুগ্ম সম্পাদক সিদ্দিক আলম দয়াল, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মামুন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক উত্তম সরকার, সমাজ কল্যাণ সম্পাদক কুদ্দুস আলম, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম বাবু, সদস্য রেজাউল হক মিতা, ফেরদৌস ইসলাম খান, রজতকান্তি বর্মন, খায়রুল ইসলাম, শেখ হুমায়ুন হক্কানী, আবু কায়সার শিপলু, শামসুজ্জোহা।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর আজাদ হোসেন সরকার অসুস্থ জনিত কারণে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। আজাদ হোসেন সরকার অধুনালুপ্ত দৈনিক নবঅভিযানের গাইবান্ধা প্রতিনিধি, দৈনিক মুক্তবার্তার গাইবান্ধা ব্যুরো প্রধান, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি ও গাইবান্ধা সাহিত্য গোষ্ঠীর সভাপতিসহ একাধিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।