শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৬ পূর্বাহ্ন

সাঁওতাল হত্যা দিবসে শোকর‌্যালি ও সমাবেশ

সাঁওতাল হত্যা দিবসে শোকর‌্যালি ও সমাবেশ

স্টাফ রিপোর্টারঃ গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লীতে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও তিন সাঁওতাল হত্যার ৬ষ্ঠ বার্ষিকীতে দু’দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ১ম দিন গতকাল শনিবার গাইবান্ধা নাট্য সংস্থার সামনে সাঁওতাল হত্যা দিবস উপলক্ষে শোক র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, সামাজিক সংগ্রাম পরিষদ ও জনউদ্যোগ-গাইবান্ধা যৌথভাবে কর্মসূচি পালন করে। সমাবেশ শেষে দাবি-দাওয়া সংবলিত ব্যানার-ফেস্টুন ও কালো পতাকা হাতে ৫ শতাধিক সাঁওতাল-বাঙালি শোক র‌্যালিতে অংশ নেন। র‌্যালিতে সাঁওতালরা ঐতিহ্যবাহী পোশাক পরে তীর-ধনুক ও বাদ্যযন্ত্রসহ তাদের ঐতিহ্য-সংস্কৃতি তুলে ধরেন।
আদিবাসী বাঙালি সংহতি পরিষদের আহবায়ক ও জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাডঃ সিরাজুল ইসলাম বাবু’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পরিবেশ আন্দোলন-গাইবান্ধার আহবায়ক ওয়াজিউর রহমান রাফেল, জেলা জাসদ সভাপতি গোলাম মারুফ মনা, ফিলিমন বাসকে, প্রবীর চক্রবর্তী, গোলাম রব্বানী মুসা, প্রিসিলা মুমু, মৃণাল কান্তি বর্মণ, নুর মোহাম্মদ বাবু, মাথিয়াস মার্ডি, গৌর চন্দ্র পাহাড়ী, থমাস হেমব্রম প্রমুখ।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com