রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১১:৪৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা শিশু পরিবারের উদ্যাগে গতকাল সোমবার নিজস্ব মাঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন। সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মোঃ এমদাদুল হক প্রামানিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজ সেবা বিভাগের সহকারি পরিচালকে মো ঃ কামরুল ইসলাম, শহর সমাজ সেবা কর্মকর্তা মিজানুর রহমান মল্লিক, শিশু পরিবারের তত্বাবধায়ক তমিজুল ইসলাম প্রমুখ। এই বার্ষিক ত্রীড়া প্রতিযোগিতায় ২৫ টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন।