রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১২:২৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা সরকারি মহিলা কলেজ শহরের অভ্যন্তরে স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যায় শিক্ষক সমিতি (বাকবিশিস) গাইবান্ধা জেলা শাখা। গতকাল শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাকবিশিস গাইবান্ধা জেলা সভাপতি নেয়ামুল আহসান পামেলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাকবিশিস, গাইবান্ধা জেলা কমিটির সাধারণ সম্পাদক তপন কুমার বর্মণ, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান মুকুল প্রমুখ। এসময় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন গাইবান্ধা জেলা সংসদের সভাপতি ওয়ারেছ সরকার। বক্তারা বলেন, শহরের ফোরলেন রাস্তার কারণে এই ঐতিহ্যবাহী কলেজটি স্থানান্তর করা প্রয়োজন।