মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৯:১২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেবের বিরুদ্ধে শ্লীলতাহানি ও অর্থসাতের অভিযোগে তার অপসারণের দাবিতে গতকাল রোববার ডিবি রোডে বঙ্গবন্ধুর ম্যুরালের সম্মুখে ছাত্রীরা প্রায় দু’ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। এসময় শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে মুহু মুহু শ্লোগান দেয়। এসময় সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়ে চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে বিষয়টি দ্রুত পদক্ষেপের আশ্বাস দিলে তারা সড়ক অবরোধ তুলে নেয়।