সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:৫২ অপরাহ্ন

সরকারি অ্যাম্বুলেন্স নিয়ে বিএনপির সম্মেলনে ছাত্রদলের যোগদান

সরকারি অ্যাম্বুলেন্স নিয়ে বিএনপির সম্মেলনে ছাত্রদলের যোগদান

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা সদর হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স নিয়ে রংপুর বিভাগীয় বিএনপির সমাবেশে ছাত্রদলের যোগ দেওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
গত রোববার দুপুরে তিন সদস্যর কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মাহাবুব হোসেন।
তিনি জানান, ডাঃ গোলাম মোস্তফাকে প্রধান করে তিন সদস্যর কমিটি গঠন করা হয়। একই সঙ্গে তিন কার্যদিবসের মধ্যে এ প্রতিবেদন দাখিল করার নির্দেশেও দেওয়া হয়েছে। তদন্ত কমটির অন্য দুই সদস্য হলেন ডাঃ মাহাবুব রহমান আকন্দ ও আরএমও ডাঃ বিশ্বেশর চন্দ্র বর্মণ।
এর আগে গত শনিবার রংপুরে বিএনপির বিভাগীয় সমাবেশে ছাত্রদলের নেতাকর্মীরা গাইবান্ধা জেনারেল হাসপাতালের একটি সরকারি অ্যাম্বুলেন্স নিয়ে যায়। এসময় ছাত্রদলের নেতাকর্মীরা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেয়। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে এলে দায়িত্বে থাকা অ্যাম্বুলেন্স চালক হাবিবুর রহমানসহ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত কমিটি গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com