রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫১ পূর্বাহ্ন

সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠনের প্রতিবাদী অবস্থান ও মানববন্ধন

সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠনের প্রতিবাদী অবস্থান ও মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ দেশব্যাপী নারী ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে গতকাল গাইবান্ধা উত্তাল হয়ে ওঠে। জেলা শহরের পৌর শহীদ মিনার চত্বরে সম্মিলিত সাংস্কৃতিক জোট গাইবান্ধা জেলা শাখার প্রতিবাদী অবস্থান ও ডিবি রোডে বিভিন্ন সংগঠনের মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসব কর্মসূচিতে গাইবান্ধার রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
পৌর শহীদ মিনার চত্বরে সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার প্রতিবাদী অবস্থান চলাকালে সংগঠনের জেলা সভাপতি আলমগীর কবির বাদলের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ছড়াকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, নাট্যজন ফারুক শিয়র চিনু, গাইবান্ধা চেম্বার অব কমার্সের সভাপতি মুক্তিযোদ্ধা মাকসুদার রহমান শাহান, গণফোরাম জেলা সভাপতি ময়নুল ইসলাম রাজা, জেলা জাসদ সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক দেবাশীষ দাশ দিপু, জাতীয় যুব জোট জেলা সভাপতি সুজন প্রসাদ, জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ আসিফ সরকার, সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুন, জাহাঙ্গীর কবির তনু, মোহাম্মদ আমিন, স্বপন কুমার সাহা, আশরাফুল ইসলাম জুয়েল, খন্দকার শামীম আহমেদ, শাহ আলম বাবলু, আলাল আহমেদ, পিটু রশীদ, আরিফ হোসেন, শাহনাজ আমিন মুন্নী, আরিফুল ইসলাম বাবু, রওশন আরা মুক্তি, শহিদুল্যাহিল ফারুক, সাজু সরকার, রোজিনা নাহিদ শিমুল, কবি সোহেল রানা, আলম মিয়া, মশিউর রহমান সাগর প্রমুখ।
প্রতিবাদী অবস্থানে বক্তারা বলেন, ধর্ষণকারীর কোন পারিবারিক-সামাজিক রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। ধর্ষণকারীর একটাই পরিচয় সে হায়েনা এবং জঘন্য অপরাধী। সেজন্য ধর্ষণ এবং নারী নির্যাতনের মত ন্যাক্কারজনক অপরাধের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এছাড়া ধর্ষণের প্রতিবাদে গাইবান্ধা শহরের ডিবি রোডে গণ উন্নয়ন কেন্দ্র, মহিলা পরিষদ, জলবায়ু পরিষদ, সামাজিক প্রতিরোধ কমিটিসহ অন্যান্য সংগঠনের উদ্যোগে বিপুল সংখ্যক নারী-পুরুষের উপস্থিতিতে এক প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com