শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:০৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রন কমিটির এক সভা গতকাল সোমবার চলমান করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে ঢাকা থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ নির্বাহী চেয়ারম্যান (সচিব) দুলাল কৃষ্ণ সাহা সাথে গাইবান্ধা জেলার সাথে ভার্চুয়াল সভার মাধ্যমে জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন ও অন্যান্যদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ভার্চুয়াল সভায় জেলা প্রশাসক করোনা ভাইরাস নিয়ন্ত্রনে সরকারি নির্দেশনা মোতাবেক বিভিন্ন পদক্ষেপ ও জেলার সার্বিক পরিস্থিতি তুলে ধরেন বক্তব্য রাখেন।
এসময় ভার্চুয়াল সভায় অংশ নেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, সিভিল সার্জন ডাঃ আ.খ.ম আক্তারুজ্জামান, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মেহেদী আক্তার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর মেয়র মতলুবর রহমান, প্রেস ক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, যুগ্ম সম্পাদক আবেদুর রহমান স্বপন, এসকেএস ফাউন্ডেশনের মিডিয়া সম্বনয়কারী মোঃ আশরাফ আলী সহ অন্যান্য কর্মকর্তা গণ।
সচিব বলেন, সম্বনিত উদ্যোগের মাধ্যমে করোনা ভাইরাস মোকাবেলা করতে হবে। জন সচেতনতা সৃষ্টির মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রন করতে হবে। তিনি বলেন, প্রয়োজনে জটিল রোগীর চিকিৎসা নিশ্চিত করতে সরকার সকল প্রকার সহায়তা প্রদান করছে।