শনিবার, ১০ জুন ২০২৩, ০৮:০৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত পরমাণু বিজ্ঞানী ডঃ এমএ ওয়াজেদ মিয়ার কবর জেয়ারত করতে আসছেন সমাজ কল্যান মন্ত্রনালয়ের সচিব জাহাঙ্গীর আলম।
আজ শনিবার ২৮ মে তিনি পীরগঞ্জের ফতেহপুরে প্রয়াতের কবরে পুষ্পমাল্য অর্পণ ও জেয়ারত শেষে প্রধানমন্ত্রীর বাসভবন জয় সদন পরিদর্শন করবেন।
গত ১৮ মে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি পেয়ে সচিব হন। তাকে সমাজ কল্যান মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
গত ২৫ মে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।
আজ ২৮ মে সকাল ১১ টায় রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজিত এতিম শিশুদেরকে নিয়ে বিভাগীয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে তিনি যোগদান করবেন। ওই সফরের অংশ হিসেবে তিনি পীরগঞ্জের খালাসপীরে তার বাসভবনে আসবেন। এ সময় তিনি পারিবারিক কবরস্থান জেয়ারত করবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, দেশের স্বাধীনতার পর তিনি পীরগঞ্জের ১ম ব্যক্তি, যিনি সরকারের সর্বোচ্চ সরকারি পদে (সচিব) পদোন্নতি পেয়েছেন।