শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:০৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন জাতীয় সমাজ কল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত অনুদানের অর্থ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণমূলক সংগঠনের মধ্যে বিতরণ উপলক্ষে গতকাল মঙ্গলবার গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শহর সমাজসেবা কর্মকর্তা রাজীব কুমার বাগচী, সহকারী পরিচালক কামরুল হাসান সরকার, গাইবান্ধা ডায়াবেটিক সমিতির সভাপতি সাংবাদিক গোবিন্দলাল দাস প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সুশান্ত কুমার মাহাতো, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি) দেওয়ান মওদুদ আহমেদ, সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান মল্লিক প্রমুখ।
অনুষ্ঠানে গাইবান্ধা সদর উপজেলার ১৯টি স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে ৩ লাখ ৫৬ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।