সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গতকাল রোববার জেলা শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে শহরের গানাসাস মার্কেটের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক রাহেলা সিদ্দিকার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী, বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলা আহ্বায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদ, কলি রানী বর্মন, কামরুল হাসান বসুনিয়া, আশরাফুল ইসলাম মিলন প্রমূখ।