সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৮ অপরাহ্ন

সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সমাবেশ

সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সমাবেশ

স্টাফ রিপোর্টারঃ কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা ভূমি অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কৃষক নেতা আবদুল কাদেরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কৃষক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক স¤পাদক গোলাম রব্বানী সদর উপজেলার সাধারণ স¤পাদক সুকুমার চন্দ্র মোদক কৃষক নেতা পরিতোষ কুমার সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নেতা আফরোজা বেগম প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন বর্তমান সকল নিত্যপণ্যের লাগামহীন উর্ধগতির ফলে গরীব মধ্যবিত্ত মানুষ দিশেহারা। সিন্ডিকেট দমনে সরকার শতভাগ ব্যর্থ। ব্যাংক তহশিল অফিস ভূমি অফিস সেটেলমেন্ট অফিস সাব রেজিঃ অফিসের ব্যাপক ঘুষ দুর্নীতি এবং অনিয়মের ফলে কৃষকগণ চরম হয়রানির শিকার। সারাদেশের কৃষকগন মাত্র ৩৯৯ কোটি টাকা ঋণ নিয়েছে। বর্তমানে ১লাখ ৬৮ হাজার কৃষকের নামে সার্টিফিকেট মামলা জারি করেছে। ৬০ হাজার কৃষকের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। অথচ দেশের ধনী লুটেরা গোষ্ঠীর কাছে খেলাপী ঋণের পরিমাণ ১লাখ ৫৬ হাজার কোটি টাকা। তাদের বিরুদ্ধে কোন মামলা হয় না। এক দেশে দুই আইন চলতে পারে না।
নেতৃবৃন্দ বলেন সদর উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্প চালু হলেও এখন পর্যন্ত খালাহাটী ইউনিয়নে আশ্রয়ন প্রকল্প চালু হয় নি। তারা অবিলম্বে খোলাহাটী ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্প চালু করার দাবি জানান। একই সঙ্গে ভোট ও ভাতের অধিকার এর দাবিতে সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার এর অধীনে সুষ্ঠু নির্বাচন এর দাবিতে কৃষক ক্ষেতমজুর দের ঐক্যবদ্ধভাবে রাজপথে শামিল হওয়ার আহবান জানান।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com