শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০২:৫৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ হাটে হাটে সরকারি ক্রয় কেন্দ্র খুলে চলতি ইরি মওসুমে ন্যুনতম ৭০ লাখ মে. টন ধান সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় ও আসন্ন বাজেটে উন্নয়ন বরাদ্দের ৪০% কৃষিখাতে বরাদ্দের দাবিতে গতকাল বুধবার সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষকফ্রন্ট জেলা শাখার উদ্যোগে শহরের ডিবি রোডে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী জেলা সদস্য সচিব মনজুর আলম মিঠু, বীরেন চন্দ্র শীল, কৃষক নেতা জাহেদুল ইসলাম প্রমুখ। বক্তারা করোনার দুর্যোগে ন্যুনতম ১ মাসের খাদ্য মানুষের ঘরে ঘরে পৌছে দিয়ে লকডাউন কার্যকর করার দাবি জানান এবং করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের ব্যর্থতার তীব্র সমালোচনা করেন।