শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:২৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ করোনা দূর্যোগে চরম দূর্ভোগে পড়া কৃষক ক্ষেতমজুরদের রক্ষার ৭দফা দাবীতে কৃষকফ্রন্ট দেশব্যাপী ৭দফা দাবীর সমর্থনে গত মঙ্গলবার সমাজতান্ত্রিক ক্ষেতমজুর কৃষকফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে জেলার বিভিন্ন অঞ্চলে অনলাইন প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিভিন্ন জায়গায় কর্মসূচীতে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী জেলার আহবায়ক কমরেড আহসানুল হাবীব সাঈদ, সংগঠনের সদর উপজেলা সভাপতি গোলাম সাদেক লেবু, সাধারণ স¤পাদক মাহবুবুর রহমান খোকা, ডাক্তার আব্দুল জব্বার, অতুল চন্দ্র বর্মন প্রমুখ।
বক্তারা বলেন, করোনা দূর্যোগ প্রতিদিন ভয়াবহ রূপ নিচ্ছে। জীবন জীবিকা দুদিক থেকে মানবজাতিকে এক বিভিষিকাময় পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়েছে। আমাদের দেশে সংক্রমণ মৃত্যুর মিছিল বাড়ছে। বাড়ছে ছিন্নমুল, কর্মহীন অসহায় দু:স্থ মানুষের আহাজারি। উৎপাদক কৃষক, শ্রমিক, দিনমজুর তাদের সামনে বেঁচে থাকার নেই কোন পথ। ভেঙ্গে পড়েছে শৃঙ্খলা, ঘৃনায়মান এ অন্ধকারে সরকারের নেই কোন পরিকল্পিত উদ্যোগ। যা আছে তাও আবার বজ্রআটুনি ফসকা গেড়ো প্রবাদের মত। তাই কৃষকদের রক্ষায় অবিলম্বে হাটে হাটে সরকারি ক্রয় কেন্দ্র খুলে লাভজনক মূল্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করার দাবি জানান। সেইসাথে গ্রাম-শহরের গরীব মানুষদের রক্ষায় পর্যাপ্ত খাদ্য, নগদ অর্থ পৌঁছে দেয়া, কৃষি ঋন মওকুফ, বিনা সুদে ঋণ, এনজিও-মহাজনি ঋন মওকুফসহ জেলা ও উপজেলা পর্যায়ে করোনা টেষ্ট, ভেন্টিলেটরসহ বিনামুল্যে চিকিৎসা নিশ্চিতেরও দাবী জানান।