শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:৫১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন গতকাল গাইবান্ধা সমন্বিত পল্লী দারিদ্র দূরীকরণ প্রকল্পের আওতায় পল্লী উন্নয়ন সমিতি’র সুফলভোগীদের মাঝে ঋণের চেক, প্রশিক্ষণ সনদ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান স্থানীয় এসকেএস ইন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরডিবি’র মহাপরিচালক মোঃ সাহেদ আলী। সমন্বিত পল্লী দারিদ্র দূরীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ও বিআরডিবি’র উপ-পরিচালক মোঃ আব্দুস সবুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাদেকুর রহমান, পল্লী প্রগতি কর্মসূচির প্রকল্প পরিচালক মোঃ আলা উদ্দিন সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফুল আলম প্রমুখ।
অনুষ্ঠান শেষে মহা-পরিচালক গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ও বোয়ালী ইউনিয়ন ও পলাশবাড়ী উপজেলার এমব্রডারি পল্লী, পোল্টি ভিলেজ, হাঁস পল্লী, বাঁশ ও বেত পল্লী, পান পল্লী, দুগ্ধ পল্লী পরিদর্শন করেন। এসময় জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান সহ অন্যান্য কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।