রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৩:৫৯ অপরাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ীতে পেঁপে চাষে সফল চাষী হিসেবে এলাকায় সুনাম অর্জন করেছেন চাষী আবুল কালাম আজাদ। তার পেঁপে চাষে বাম্পার ফলনে এলাকার চাষীদের মাঝে পেঁপে চাষে ব্যাপক সাড়া পেয়েছে। সরেজমিনে জানা যায়, পলাশবাড়ী পৌরসভার অন্তর্গত সিধনগ্রামে আব্দুস সামাদ মাষ্টারের পুত্র আবুল কালাম আজাদ। ২০১৩ সালে স্বল্প পরিসরে পেঁপে চাষ শুরু করেন। অন্যান্য ফসলের তুলনায় স্বল্প খরচে অধিক মুনাফা পাওয়ায় তিনি দিন দিন পেঁপে চাষের প্রসার ঘটিয়ে আসছেন। বর্তমানে তার ৫ বিঘা জমিতে ১ হাজারটি পেঁপে গাছ রয়েছে। তিনি জানান, বর্তমানে যে পেঁপে বাগানটিতে পেঁপে বিক্রি শুরু করেছি এ বাগানে এক একর জমিতে ৬’শ পেঁপে গাছ রয়েছে। তার মধ্যে ৩ লাখ টাকার পেঁপে বিক্রি করা হয়েছে। বর্তমানে যে পেঁপে আছে তা ১০ লাখ টাকা বিক্রি হবে বলে আমি আশাবাদী। তিনি আরও জানান, ২০১৩ সাল থেকে আমি পেঁপে চাষ শুরু করেছি। অদ্যবধি উপজেলা কৃষি অফিসের কোন সুযোগ সুবিধা ও সু-পরামর্শও পাইনি। আমার নিজের সামান্য অভিজ্ঞতা থেকেই পেঁপে চাষ করে আসছি। পেঁপে চাষে কেন তার আগ্রহ তা জানতে চাইলে তিনি জানান, পেঁপে চাষ করে স্বল্প খরচে ভালো মুনাফা পাওয়া যায়। দেশে পুষ্টি চাহিদা মিটাতে পেঁপে অনেকটা সাহায্য করে এবং এলাকার কিছু লোক নিয়মিত বাগানে কাজ করে তাদের কর্মসংস্থারের সৃষ্টি হয়। আমি একজন বেকার মানুষ। তাই কর্মসংস্থান হিসেবেই বেঁছে নিয়েছি পেঁপের চাষ।