সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:১৯ অপরাহ্ন

সদর হাসাপাতালে অটো এ্যানালাইজার মেশিনে রক্তের সুগার নির্নয়

সদর হাসাপাতালে অটো এ্যানালাইজার মেশিনে রক্তের সুগার নির্নয়

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা সদর জেনারেল হাসপাতালের নিজস্ব ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক ভাবে অটো এ্যানালাইজার নতুন মেশিনের মাধ্যমে গতকাল বুধবার থেকে রক্তের সুগার ক্রিয়েটিনিন, বিলিরুবিন, ইউরিফএসিডসহ সম্পূর্ন লিপিড প্রোফাইল পরীক্ষা সমুহ করা হবে। এখন থেকে হাসপাতালেই পরীক্ষা নিরীক্ষার রির্পোটের ব্যবস্থা থাকায় জনগণকে আর ভোগান্তির শিকার হতে হবে না। সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মাহবুব হোসেন নতুন এ্যানালাইজার মেশিনের উদ্বোধন করেন। এসময় গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারঃ) আবেদুর রহমানসহ চিকিৎসক, নার্স ও প্যাথলজি বিভাগের টেকশিয়ান ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্যঃ এর আগে সদর হাসপাতালে অটো এ্যানালাইজার মেশিন না থাকার কারনে কোন কোন রোগীর রক্তের সুগার নির্নয় করতে বাহীরে ডায়াগনস্টিক সেন্টারে শরণাপন্ন হতে হতো।

 

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com