সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:০৯ অপরাহ্ন

সদর হাসপাতালে করোনার নমুনা দিতে মানুষের ভিড়

সদর হাসপাতালে করোনার নমুনা দিতে মানুষের ভিড়

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধায় মাঝে কিছুদিন করোনাভাইরাসের নমুনা পরীক্ষা কমে এলেও কয়েকদিন থেকে সংক্রমণ বাড়ায় পরীক্ষাও বাড়ছে; জেলা হাসপাতাল এবং নমুনা সংগ্রহ কেন্দ্রে ভিড় করছে মানুষ। গতকাল মঙ্গলবার সকালে জেলা হাসপাতালে জ্বর-সর্দি-কাশিতে ভুগতে থাকা মানুষগুলোকে পরীক্ষা করাতে এসে গাদাগাদি দাঁড়াতে দেখা গেছে।
জেলা সদর হাসপাতাল সুত্রে এ তথ্য জানা গেছে, গতকাল মঙ্গলবার নমুনা প্রদান করেন ৪৮জন, গত সোমবার ৪৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ৩১ জনের। এই পরীক্ষায় ১১ জনকে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।
চিকিৎসকরা বলছেন, সম্প্রতি ঋতু পরিবর্তনজনিত রোগ বেড়েছে। ঋতু পরিবর্তনজনিত রোগের উপসর্গ কোভিডের মতই, সে কারণে অনেকে নিশ্চিত হতে চাইছেন, ফলে পরীক্ষা আগের চেয়ে বেড়েছে। আর এখন যে কোনো চিকিৎসা নিতে হাসপাতালে গেলেও কোভিড পরীক্ষা লাগে। এছাড়া মানুষের মধ্যেও নমুনা পরীক্ষা করার প্রবণতা বেড়েছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com