মঙ্গলবার, ২৮ জুন ২০২২, ০৬:৩৬ অপরাহ্ন
স্টাফ রিপোটারঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সুন্দরগঞ্জের শ্রীপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারে মাসব্যাপী ই-সেবা কার্যক্রম শুরু হয়েছে। গতকাল এবারের মূল প্রতিপাদ্য হলো ‘‘সার্ভিসের ফ্লিটটি ক্রমবর্ধমান, ভিল্লিজ সিটি হবে’’ ই-ক্যাম্প সেবা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, শ্রীপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম কামরুল হুদা রাজু, ধর্মপুর পি.এন গার্লস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল্লাহ হিল মাহমুদ বিদ্যুত, শ্রীপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার এর উদ্যোগক্তা মোঃ আব্দুর রউফ মিয়া, সাইফুল ইসলাম, সাজু মিয়া সহ আওয়ামী লীগ ও অন্যান্য নেতৃবৃন্দ।