সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৭:১৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ করোনা ভাইরাস কোভিড-১৯ পরিস্থিতিতে কর্মহীন ও অসহায় হয়ে পড়া জেলার ৪০০ জন পরিবহন শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা হিসেবে প্রত্যেককে ১০ কেজি করে চাল প্রদান করা হয়। গত শনিবার বিকেলে স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে ওইসব সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাদিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর মেয়র মোঃ মতলুবর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রাফিউল আলম, সহকারী কমিশনার (ভুমি) নাহিদুর রহমান প্রমুখ।