সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৬:৪১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান বলেছেন, গরীব ও অসহায় মানুষকে ঠকানো যাবে না। আমরা যা খাই এবং যা ব্যবহার করি তার চেয়েও উন্নত মানের খাবার দরিদ্র, অসহায় ও গরীবদেরকে দেয়া উচিত। যা আমরা ব্যবহার করি, তার চেয়ে উন্নতমানের জিনিস পাওয়ার অধিকার তাদের হক রয়েছে। তিনি উপস্থিত অসহায় দরিদ্র মানুষদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী আপনাদেরকে অনেক ভালবাসেন। প্রধাণমন্ত্রী আমাকে বলেছেন, গাইবান্ধা দারিদ্য প্রবণ এলাকা। এখন শীতে ওখানকার মানুষ কষ্টে আছে। আপনি যান তাদের মাঝে খাদ্য ও শীতবস্ত্র বিতরণ করেন। দরিদ্র মানুষদের জন্য বর্তমান সরকার কাজ করছে। তাদের ভাগ্য পরিবর্তনের জন্য সব রকমের উদ্যোগ নেয়া হচ্ছে।
গতকাল বুধবার দুপুরে গাইবান্ধা সার্কিট হাউজ চত্বরে জেলা প্রশাসন আয়োজিত অসহায় ও দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। জেলা প্রশাসক মোঃ আবদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় ১৫০ জন গরীব অসহায় মানুষের মধ্যে কম্বল এবং চাল, ডাল, তেল, মুড়ির একটি প্যাকেজ প্রাথমিকভাবে বিতরণ করেন।
পরে বিকেলে স্থানীয় সার্কিট হাউজ মিলনায়তনে বেসরকারি সংস্থা এসডিআরএ-এর আয়োজনে দূর্যোগ মোকাবেলায় তৃণমুল পর্যায়ে জনসাধারণের ভূমিকা এবং আমাদের করণীয় শীর্ষক এক সেমিনারে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোঃ আবদুল মতিনের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডঃ সৈয়দ শামস-উল-আলম হীরু, পৌর মেয়র মোঃ মতলুবর রহমান, এসডিআরএস’র নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান মোস্তফা প্রমুখ।