সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৮ পূর্বাহ্ন

শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নেয়া হবে – হুইপ

শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নেয়া হবে – হুইপ

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা জেলা পরিষদের অধিনে প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের ফলিয়া পুলবন্দি দাখিল মাদ্রাসার ৪তলা ভিত একাডেমিক ভবনের নির্মান কাজ শুরু করা হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি এবং জেলা পরিষদের চেয়ারম্যন আবু বকর সিদ্দিক এক তলা একাডেমিক ভবনের নির্মান কাজের ভিওি প্রস্তর স্থাপন করেন। এসময় জেলা পরিষদের নির্বাহী প্রধান আব্দুর রউফ তালুকদার, সহকারী প্রকৌশল সিরাজুল ইসলাম, মাদ্রাসার সভাপতি মোঃ আব্দুল মান্নান মিয়া, অধ্যক্ষ আব্দুল লতিফ মিয়া, বীর মুক্তিযোদ্ধা মাজু মিয়া, নান্টু মিয়া, ফরিদ মিয়া, রেজাউল করিম, জোসনা বানু, রেজাউল ইসলাম, মফিজল হক সরকার ও শাহিনা আক্তার উপস্থিত ছিলেন।
হুইপ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখেছেন দেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে বিশে^র অংশিদার হবে। তিনি বলেন, এই ধারাবাহিকতায় দেশের উন্নয়নের ধারা অব্যহত রয়েছে। ইতিমধ্যে উন্নয়নশীল দেশের স্বীকৃতি লাভ করেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যুগ উপযোগী শিক্ষা বাস্তবায়নের মাধ্যমে মানব সম্পদের উন্নয়ন ও যুব সমাজের উন্নয়ন সহ কর্মসংস্থানের দিক বিবেচনা করে দেশ এখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com