সোমবার, ২৯ মে ২০২৩, ০১:৩৮ পূর্বাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ শেখ হাসিনার দক্ষ নেত্রীত্বের কারনে দেশের চলমান উন্নয়ন কর্মকান্ডের মধ্য দিয়ে পাল্টে যাচ্ছে দেশের চিত্র, পাল্টে যাচ্ছে শিক্ষা ব্যবস্থার চিত্র, এমন মন্তব্য করলেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া। গতকাল সাঘাটা উপজেলার বাদিনার পাড়া মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ও রাঘবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মিত ভবনের উদ্বোধনকালে এসব কথা বলেন । তিনি আরো বলেন অবকাঠামো উন্নয়নের ফলে গাইবান্ধার শিক্ষা, স্বাস্থ্য, সড়ক, নদী ভাঙ্গন প্রতিরোধ, শতভাগ বিদ্যুতায়ন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণসহ উপজেলা সর্বত্রই উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে পুরো গাইবান্ধাসহ দেশের চিত্র। এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর, উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভূমি) শাকিল আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নাজমুল হুদা দুদু, উপজেলা প্রকৌশলী ছাবিউল ইসলাম, জেলা যুব লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ঠিকাদার খান মোহাম্মদ আমির হোসেন সোহেল, সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মাকর্তা বেলাল হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন, প্রধান শিক্ষক আব্দুর রশিদ, ওই দিন বিকালে কালপানি ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্ধোধন করেন।