রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০২:২৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস উপলক্ষে গতকাল সোমবার সদর উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন বিভাগের উদ্যোগে দেশব্যাপী প্রতিটি উপজেলায় একসাথে ১০০টি তালের চারা রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়। এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রাফিউল আলম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বেলাল উদ্দিন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, সদর উপজেলা কৃষি অফিসার আল ইমরান, গাইবান্ধা বন বিভাগের কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম প্রমুখ। পরে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে তাল গাছের চারা বিতরণ করেন।