শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:৩২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৫ আগষ্ট ৬৭ তম জন্মদিন উপলক্ষে গতকাল গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন। সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাদেকুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রবিউল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু খায়ের, জেলা তথ্য অফিসার মোঃ মাহফুজার রহমান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস জাহান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মোছাঃ মাহমুদা বেগম পারুল, জেলা জাসদের সভাপতি মোঃ গোলাম মারুফ মোন সহ অন্যান্য কর্মকর্তা গণ। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯টায় পৌর পার্কে বিজয় স্তম্ভে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হবে। এছাড়া সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা, বাদ জোহর বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল ও মন্দির এবং গির্জায় সুবিধা মতো সময়ে প্রার্থনা অনুষ্ঠিত হবে।