সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৪:১৬ পূর্বাহ্ন
ধাপেরহাট (সাদুল্লাপুর) প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট পালানপাড়া গ্রামের শুকুরের রাখাল রতন বজ্রপাতে নিহত হয়েছে। গত রবিবার বিকালে রতন (৩৩) শুকুরের দল নিয়ে পলাশবাড়ী উপজেলার কাশিয়াবাড়ী এলাকায় গেলে খোলা মাঠে ঝড়ো বৃষ্টির সঙ্গে হঠাৎ বিকট শব্দে বজ্রপাতে রতন জ্ঞান হারিয়ে ফেলে এবং তার সহযোগি সজল তরণী দাস (২৮) আহত হয়। এসময় তার দলের ৩টি শুকুর মারা যায়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে রতন মারা যায়। সজল পীরগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রতন জেলার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের প্রভাত চন্দ্রের ছেলে।