রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে গাইবান্ধা জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে কম্বল হস্তান্তর করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা। গতকাল রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এই কম্বল গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ আবদুল মতিনের হাতে তুলে দেন আশার জেলা ম্যানেজার সাইফুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আশার সিনিয়র আরএম প্রভাত চন্দ্র পাল, সফিকুল ইসলাম, আতিকুর রহমান, ওসমান গনী জিহাদী, খাদিজা আক্তার, জাহিদুল ইসলাম প্রমুখ। বেসরকারি উন্নয়ন সংস্থা আশা শীতার্তদের মাঝে বিতরণের জন্য ৩০০টি কম্বল জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে প্রদান করে।