রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৩:২১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে ইউনিসেফের সহযোগীতায় গতকাল মঙ্গলবার করোনা কালে শিশু সুরক্ষা বিষয়ক দিনব্যাপী এ্যাডভোকেসি কনসালটেশন সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন। জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোছাঃ রোখছানা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল ইসলাম, এলজিসি কর্মসূচি’র স্বন্বয়ক মোঃ আব্দুল হালিম, প্রেস ক্লাবের সভাপতি রেজাউল করিম, যুগ্ম সম্পাদক মোঃ আবেদুর রহমান স্বপন, শিশু একাডেমির রেবেকা পারভীন, হামিদুর রহমান সহ অন্যান্য কর্মকর্তা গন।