শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গতকাল গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে ইউনিসেফের সহযোগিতায় কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট বিষয়ক দিনব্যাপি এক প্রশিক্ষন কর্মশালা সার্কিট হাউস হল রুমে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষন কর্মশালার উদে¦াধন করেন জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন। বক্তব্য রাখেন স্থানীয় বিভাগের উপ পরিচালক (উপ সচিব) মোছাঃ রোখছানা বেগম, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিউট এর উপ পরিচালক মোঃ আবদুল খালেক, উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম পারভেজ সেলিম, জেলা এলজিসি কো-অডিনেটর মোঃ আবদুল হালিম সহ জেলা পর্যায়ের কর্মকর্তাগন ।
জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন বলেন, বর্তমান সরকার শিশু বান্ধব সরকার। শিশুদের সুরক্ষার জন্য সমন্বিত উদ্যাগের মাধ্যমে সরকার কাজ করে যাচ্ছে। তিনি শিশুদের মানসিক বিকাশে নিরাপদ পুষ্টি সম্মত খাদ্য ও স্বাস্থ্য পরিচর্যায় গুরুত্ব আরোপ করেন। তিনি জন্ম নিবন্ধন শতভাগ বাস্তবায়ন করার জন্য আহবান জানান।