সোমবার, ২৯ মে ২০২৩, ১২:২৮ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদ ও পুজা মন্ডপ পরিদর্শন করলেন গ্াইবান্ধা জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদে পৌছিলে ইউপি চেয়ারম্যান ভিপি সেকেন্দার আলী মন্ডল ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়। জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদের ভূমি অফিসসহ অন্যান্য অফিস পরিদর্শন করেন। এরপর জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বর, সচিব ও স্থানীয় সূধীজনের সাথে মতবিনিময় করেন। এ সময় গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন, সহকারী কমিশনার (ভূমি) নাজির হোসেন, শিবপুর ইউপি চেয়ারম্যান ভিপি সেকেন্দার আলী মন্ডল, ইউপি সচিব আফছার আলী, ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুস ছালাম, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক নুরে আলম সিদ্দিকীসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক আব্দুল মতিন গোবিন্দগঞ্জ পৌরশহরের বাসুদেববাড়ি জিউর মন্দিরে পুজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় বাসুদেববাড়ি জিউর মন্দির কমিটির নেতৃবৃন্দের মধ্যে বিমল কুমার সাহা বৈদ্য, প্রভাষক দীপক কর দীপু, তনয় দেব, আশিষ কুমার দাশ রন্টুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।