মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ০৮:৫৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ জেলা পর্যায়ের বিভিন্ন দফতরে কর্মকর্তাদের অংশ গ্রহনে বাংলাদেশে পারস্পারিক শিখন কর্মসূচির প্রতিষ্ঠানিকীকরণ প্রকল্পের দিন ব্যাপী অবহিত করণ কর্মশালা গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক মোঃ বোরহান উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন। সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোছাঃ রোখছানা বেগম, উপ-প্রকল্প পরিচালক মোছাঃ মনিকা মিতু, সহকারি কমিশনার মাহিদ আল হাসান প্রমুখ।