শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৮:২৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ নড়াইল জেলার মির্জাপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে ষড়যন্ত্রমূলক অপবাদ দিয়ে লাঞ্ছিত করায় গতকাল সোমবার দুপুরে গাইবান্ধা শহরের ডিবি রোডে গানাসাসের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গাইবান্ধা নাগরিক মঞ্চ ও সামাজিক সংগ্রাম পরিষদ এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
গাইবান্ধা নাগরিক মঞ্চের আহবায়ক অ্যাডঃ সিরাজুল ইসলাম বাবুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক রণজিৎ সরকার, সামাজিক সংগ্রাম পরিষদের জাহাঙ্গীর কবীর, মোর্শেদ হাসান দীপন, গোলাম রব্বানী মুসা, প্রবীর চক্রবর্ত্তী, অঞ্জলী রাণী দেবী, খিলন রবিদাস প্রমুখ।