সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:২৩ অপরাহ্ন

শালমারা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় ব্যাপক অনিয়ম

শালমারা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় ব্যাপক অনিয়ম

পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ীর হোসেনপুরে সাইনবোর্ড ছাড়াই দায়সারা গোচরে পরিচালিত হয়ে আসছে শালমারা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা। জানা যায়, পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের শালমারা গ্রামে ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত শালমারা স্বতন্ত্র ইবতেদায়ী মাত্রাসা। চারজন শিক্ষক দ্বারা শুধুমাত্র খাতা-কলমে ৭৪ জন শিক্ষার্থী দেখিয়ে দীর্ঘদিন থেকে নিজেদের খেয়াল-খুশি মতো পরিবালিত হয়ে আসছে মাদ্রাসাটি। এলাকাবাসী জানায়, নিয়মিতভাবে শিক্ষকরা কোনদিনই মাদ্রাসায় আসেনা এবং মাদ্রাসাটি প্রতিদিন খোলাও দেখা যায়না। শুধুমাত্র কাগজে-কলমেই পরিচালিত হয়ে আসছে মাদ্রাসাটি। গত ২৩ আগস্ট দুপুর ১.৩০ ঘটিকার সময় মাদ্রাসাটি বন্ধ পাওয়া যায় এবং মাদ্রাসার কোন সাইনবোর্ড পাওয়া যায়নি। পাশ^বর্তী বাড়ীর নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন জানান, হাতেগনা কয়েকটি শিক্ষার্থী নিয়ে মাদ্রাসাটি পরিচালিত হয়ে আসছে। শিক্ষকরা নিজেদের খেয়াল খুশিমতো মাদ্রাসায় আসে আবার সময়ের আগেই বন্ধ করে চলে যায়। ১টা ৩০ মিনিটে মাদ্রাসা বন্ধের ব্যাপারে মাদ্রাসার প্রধান শিক্ষকের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি জানান, ছোট ছাত্র-ছাত্রী তাই ১টা দেড়টার সময়ই মাদ্রাসা ছুটি দিয়ে চলে গেছি। এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাতাব হোসেন জানান, ঘটনার সত্যতা পেলে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com