শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১০:০২ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়ন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রার্থীর বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে ।
গত শনিবার বিকালে উপজেলার শান্তিরাম ইউনিয়ন ক্ষুদিরাম নৌকার প্রার্থীর বিপ্লব খন্দকার দুলুর বাড়ির উঠানে বৈঠক অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আ’লীগ সভাপতি সুরুনজিৎ বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগ যুগ্ম আহবায়ক সাজেদুল ইসলাম, হান্নান, মেহেদি মাসুম, চঞ্চল, আনিছুর রহমান, নুরুল ইসলাম মাষ্টার, প্রভাষক মাইদুল ইসলাম বিশ্বাস, মোশারফ হোসেন,প্রমূখ। অনুষ্ঠানে ইউনিয়নের সভাপতি সেক্রেটারী ওয়ার্ড সেক্রেটারী সভাপতি সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠন উপস্থিত ছিলেন।