সোমবার, ২৯ মে ২০২৩, ০১:২৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধায় করোনা ভাইরাসে আরও দু’জনের মৃত্যু হয়েছে। মৃত দু’জনের মধ্যে একজন গাইবান্ধা পৌরসভার মেয়রের ফুফাত ভাই হওয়ায় মেয়র ও মেয়রের পরিবার এবং মৃত ব্যক্তির পরিবার-পরিজন এখন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এদিকে গতকাল বৃহস্পতিবার করোনা ভাইরাসে নতুন করে আরও ৮ জন আক্রান্ত হয়েছে বলে সিভিল সার্জন সুত্রে জানা গেছে।
অপরদিকে গত বুধবার পর্যন্ত গাইবান্ধায় করোনা ভাইরাসের আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২২০ জন। গত ২৪ ঘন্টায় আরও ৮ জন বেড়ে জেলায় এখন মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২২৮ জন। এদিকে জেলার সাতটি উপজেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৪১০ জন।