শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৯:১৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল অঞ্চলে সুষম উন্নয়নের পদক্ষেপ গ্রহণ করেছে। শহরের সকল সুযোগ সুবিধা চরাঞ্চলের মানুষ পাবে। শহর, গ্রাম ও চরাঞ্চলের মধ্যে কোন পার্থক্য থাকবে না। চরাঞ্চলে প্রতিটি পরিবারে বিদ্যুৎ সংযোগ দেয়া হচ্ছে, রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন কর্মকান্ড চলছে। চরাঞ্চলে বাম্পার ফলনের ফলে অর্থনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ও মোল্লারচর ইউনিয়নে পূর্ব বাটিকামারির চর এলাকায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ, শিশু খাদ্য ও গবাদির পশুর খাদ্য বিতরণকালে এ কথা বলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রাফিউল আলম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আনিছুর রহমান, সদর উপজেলা পশু সম্পদ কর্মকর্তা ডাঃ সিরাজুল ইসলাম, কামারজানি ইউপি চেয়ারম্যান মতিউর রহমান, মোল্লারচর ইউপি চেয়ারম্যান মোঃ সাইদুজ্জামান প্রমুখ।
হুইপ বলেন, এক সময় বিএনপি-জামায়াত নাশকতা চালিয়ে দেশের অর্থনৈতিক ক্ষতি করেছে। কিন্তু বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রা দাবিয়ে রাখতে পারেনি। এখনও তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি জনগণকে সজাগ থাকার আহবান জানান।