বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২, ০১:২৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা ও সুন্দরগঞ্জ পৌর নির্বাচনে আগামীকাল শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গাইবান্ধা পৌরসভায় মেয়র পদে ৮ জন, সংরক্ষিত মহিলা পদে ১৭ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে পৌরসভায় মেয়র পদে ৭, সংরক্ষিত মহিলা পদে ১১ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গাইবান্ধা পৌরসভার মেয়র প্রার্থীরা হচ্ছেন- শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর (আ’লীগ), মোঃ শহিদুজ্জামান শহীদ (বিএনপি), মোঃ আনওয়ার-উল-সরওয়ার (স্বতন্ত্র), মতলুবর রহমান (স্বতন্ত্র), ফারুক আহমেদ (স্বতন্ত্র), মোঃ শামছুল আলম (স্বতন্ত্র), মোঃ আহছানুল করিম (স্বতন্ত্র) ও মোঃ মির্জা হাসান (স্বতন্ত্র) ।
সুন্দরগঞ্জ পৌরসভায় মেয়র প্রার্থীরা হচ্ছেন-মোঃ আব্দুল্লাহ আল মামুন (আ’লীগ), মোঃ আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু (জাপা), দেবাশীষ কুমার সাহা (আ’লীগ বিদ্রোহী), আবুল খায়ের মোঃ মশিউর রহমান সবুজ (বিএনপি), মোঃ খয়বর হোসেন মওলা (আ’লীগ বিদ্রোহী), মোঃ আল শাহাদৎ জামান (স্বতন্ত্র), মোঃ গোলাম আহসান হাবীব মাসুদ (এনডিএম)।
গাইবান্ধা পৌরসভায় মোট ভোট সংখ্যা ৫১ হাজার ৩শ’ ৮৭ জন। এরমধ্যে পুরুষ ২৪ হাজার ৫শ’ ৫৯০ জন এবং নারী ভোটার ২৬ হাজার ৭শ’ ৯৭ জন। ৯টি ওয়ার্ডের ৩১টি কেন্দ্রের ১শ’ ৫৩টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সুন্দরগঞ্জ পৌরসভায় মোট ভোট সংখ্যা ১৪ হাজার ৭১ জন। এরমধ্যে পুরুষ ৬ হাজার ৮৬৩ জন এবং নারী ভোটার ৭ হাজার ২০৮ জন। ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রের ৪৪টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।