শুক্রবার, ০২ জুন ২০২৩, ১১:১৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ আওয়ামী ফ্যাসীবাদী দুঃশাসনের বিরুদ্ধে, সরকারের সীমাহীন দুর্নীতি-লুটপাটের বিরুদ্ধে এবং সর্বোপরি ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে কোমর বেঁধে নামতে হবে। কথাগুলো বলেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি, ডাকসু’র সাবেক ভিপি, বীরমুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম সেলিম। রংপুর থেকে সড়ক পথে সিরাজগঞ্জ যাওয়ার পথে পলাশবাড়ীতে যাত্রা বিরুতিকালে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
গতকাল পলাশবাড়ী শহিদ মিনার চত্বরে পলাশবাড়ী উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সৈয়দ মাহমুদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল্যাহ কাফী রতন, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, পলাশবাড়ী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্যাহ আদিল নান্নু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টির সাবেক জেলা সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, এ্যাডঃ শাহাদৎ হোসেন লাকু, প্রবীণ কমিউনিস্ট নেতা হাজী একরাম হোসেন বাদল, গোবিন্দগঞ্জ উপজেলা সিপিবি’র সভাপতি অশোক আগরওয়ালা, সাধারণ সম্পাদক আল মামুন মোবারক প্রমুখ।