সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৫২ পূর্বাহ্ন

লিখন হত্যার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত

লিখন হত্যার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ ছাত্রলীগের গাইবান্ধা সরকারি কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা মঞ্জুরুল হাসান লিখন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।
গতকাল শুক্রবার বিকেলে গাইবান্ধা পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাবের সামনে মঞ্জুরুল ইসলাম লিখনের বন্ধুদের আয়োজনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা এই মানববন্ধনে অংশ নেন ।
এসময় বক্তব্য রাখেন জেলা যুবলীগ সভাপতি সরদার শাহীদ হাসান লোটন, সাধারণ সম্পাদক আহসান হাবীব রাজিব, গাইবান্ধা সরকারি কলেজের সাবেক ভিপি খাদেমুল ইসলাম খুদি, গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ মাহমুদ, গাইবান্ধা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ওয়াশিম আলম, গাইবান্ধা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি শাওন আহমেদ, ঠিকাদার খান মোঃ সাঈদ হোসেন জসিম, তানভীর আহমেদ তুহিন, ছাত্রনেতা মোবাস্বের আহমেদ প্রমুখ ।
মানববন্ধনে বক্তারা লিখন হত্যায় জড়িত আসামিদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান ।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com