সোমবার, ২৯ মে ২০২৩, ০১:২৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বাল্য বিয়ে পড়ানোর অপরাধে গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের গোবিন্দপুর জামপাড়া গ্রামের বাসিন্দা বিবাহ রেজিস্টার (কাজী) মোঃ আব্দুল মোত্তালিব মীরকে গতকাল শনিবার সকালে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। কাজী আব্দুল মোত্তালিব মীর ওই গ্রামের মৃত আব্দুল গণির ছেলে।
লক্ষ্মীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদল জানান, তার ইউনিয়নের গোবিন্দপুর জামপাড়া গ্রামের সাজু মিয়ার মেয়ে শারমিন আকতার সাথী (১৬) এর সাথে পার্শ্ববর্তী কুপতলা ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মোহাম্মদ সাজু মিয়ার ছেলে মাসুদ রানার (২২) গত শুক্রবার গভীর রাতে কাজী তার অফিসে বিয়ে পড়ান। বিষয়টি জানতে পেরে আশেপাশের লোকজন কাজীর বাড়ি ঘেরাও করে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে খবর পাঠান। বিষয়টি জানতে পেরে সদর উপজেলা নির্বাহী অফিসার প্রসুন কুমার চক্রবর্তী গতকাল শনিবার সকালে ঘটনাস্থলে যান এবং সেখানে নাবালিকাকে বিয়ে পড়ানোর বিষয়টি নিশ্চিত হন। এলাকার লোকজন উপজেলা নির্বাহী অফিসারকে জানান, ওই কাজী প্রায়ই এধরণের বিয়ে পড়ান। এতে গ্রামবাসির মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। ইউএনও ভ্রাম্যমান আদালত বসিয়ে সবার কথাবার্তা শোনার পর কাজী আব্দুল মোত্তালিব মীরকে ৬ মাসের কারাদন্ড দেন।