শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:৪১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা সদর উপজেলার লক্ষীপুরে নানার বাড়িতে বেড়াতে এসে গতকাল সকালে পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে ।
জানা গেছে, গাইবান্ধা সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বর্মতট গ্রামে নানার বাড়ীতে বেড়াতে এসে তিন বছরের মাহিদ নামের এক শিশু খেলার সময় সবার অজান্তে বাড়ীর পার্শ্বে পুকুরে পড়ে নিখোজ হয়। দীর্ঘ সময় তার পরিবারের লোকজন খোজা খুজির পর এক পর্যায়ে বাড়ীর পার্শ্বে পুকুরে শিশুটির লাশ ভাসতে দেখে । পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় তার পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে । সে সুন্দরগঞ্জ উপজেলার কাপাশিয়া ইউনিয়নের মিজানুর রহমানের পুত্র। খবর পেয়ে গাইবান্ধা সদর থানার এএসআই আতিকুর রহমান আতিক ঘটনাস্থল পরিদর্শন এবং সুরতহাল রিপোর্ট তৈরি করেন । পরে শিশুটির লাশ তার বাবার বাড়ী কাপাশিয়া ইউনিয়নে দাফন করার জন্য নিয়ে যাওয়া হয় । সে পাচঁ দিন আগে নানার বাড়ীতে বেড়াতে এসেছিল ।