মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১০:১৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ লকডাউন শিথিল করার প্রথম দিনেই গাইবান্ধা জেলা ও উপজেলা শহরের প্রতিটি দোকানে কেনাটাকায় ক্রেতাদের ব্যাপক ভীড় পরিলক্ষিত হয়। বিশেষ করে গাইবান্ধা জেলা শহরে ক্রেতা ও যানবাহনের প্রচন্ড ভীড়ে সীমাহীন যানজটের সৃষ্টি হয়। এতে কেনাকাটা করতে আসা ক্রেতা ও পথচারীদের চরম বিপাকে পড়তে হয়। কোথাও কোথাও আধাঘন্টা পর্যন্ত যানজট অব্যাহত থাকে। অনেকেই স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই মাস্ক ছাড়াই পারস্পারিক দূরত্ব বজায় না রেখে ক্রেতারা কেনাকাটা করছে এবং অনেক বিক্রেতারাও স্বাস্থ্যবিধি মানছেন না। এমনকি কোন দোকানেই স্যানিটাইজ করার ব্যবস্থা রাখা হয়নি। ফলে করোনা ভাইরাস সংক্রমণের ব্যাপক আশংকা বৃদ্ধি পেয়েছে। এতে জনগণ উদ্বিগ্ন হয়ে পড়েছে। এদিকে শহরে যানজট নিয়ন্ত্রন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে প্রশাসনিক তেমন তৎপরতা পরিলক্ষিত হয়নি।