শনিবার, ১০ জুন ২০২৩, ০৯:৩৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা জেলা রোভারের মাল্টিপারপাস ওয়ার্কশপ গতকাল বৃহস্পতিবার দিনব্যাপি অনুষ্ঠিত হয়। গাইবান্ধা সরকারি কলেজের শিক্ষক মিলনায়তনে সকালে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ জেলা রোভারের সহ-সভাপতি প্রফেসর মোঃ খলিলুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা রোভার কমিশনার অধ্যাপক গোলাম মোস্তফা, সম্পাদক সহকারী অধ্যাপক ধীরেশ চক্রবর্ত্তী উজ্জল, মোঃ তামজিদুর রহমান, কাজী আবু রাহেন শফিউল্যাহ, মোঃ সাজেদুল হক সরকার, আতাউর রহমান, এএসএম মোস্তাফিজুর রহমন, হাসান ফারুক, শিরিন আরা শেফা প্রমূখ।