মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা জেনারেল হাসপাতালের আওতাধীন রোগী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা গতকাল মঙ্গলবার সকালে হাসপাতাল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রোগী কল্যাণ সমিতির সভাপতি ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ মাহবুব হোসেন। অনুষ্ঠানে সমিতির দ্বি-বার্ষিক কর্মকান্ডের প্রতিবেদন উপস্থাপন করেন রোগী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও সমাজসেবা কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন শাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাসপাতালের আরএমও এএসএম রুহুল আমিন, সমাজসেবা বিভাগের সহকারী পরিচালক কামরুল হাসান সরকার, চেম্বার সভাপতি বীরমুক্তিযোদ্ধা মকছুদার রহমান শাহান, গাইবান্ধা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস, বিশিষ্ট ওষুধ ব্যবসায়ি মোঃ আব্দুর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ি প্রতাপ ঘোষ, ক্রীড়া সংগঠক রকিবুল হক চৌধুরী, পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, মোঃ এনামুল হক, আবু মোঃ সুফিয়ান প্রমুখ।