সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৬:১৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ নিত্য পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ, কৃষি রক্ষা, কৃষক-ক্ষেতমজুরদের বাঁচার লড়াই জোরদার ও শ্রমজীবি-নিম্ন আয়ের মানুষের জন্য রেশনের দাবিতে গতকাল বুধবার সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গতকাল বুধবার শহরের ১নং রেলগেটে সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারন স¤পাদক ও বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন জেলা শাখার সদস্য সচিব মনজুর আলম মিঠু, বীরেন চন্দ্র শীল, জাহিদুল হক, আশরাফুল আলম আকাশ, কৃষ্ণ চন্দ্র পাল, সবুজ মিয়া প্রমুখ।