বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৭:১৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে গতকাল বৃহস্পতিবার স্থানীয় পৌর পার্কের বিজয় স্তম্ভ চত্বরে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডঃ সিদ্দিকুল ইসলাম রিপু, গাইবান্ধা রেড ক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি ফরহারদ আব্দুল্লাহ হারুন বাবলু, সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, কার্যনির্বাহী কমিটির সদস্য শাহ মাঈনুল ইসলাম শিল্পু, রেজাউল করিম রেজা, শাহ আহসান হাবীব রাজিব, পিয়ারুল ইসলাম, রেজাউন্নবী রাজু, সুলতানা ডলি, মোজাম্মেল হক ঝিলাম প্রমুখ। জেলার ৫শ’ দুস্থ শীতার্ত মানুষের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়।