সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:০৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সারাদেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় গতকাল বুধবার গাইবান্ধা সদর উপজেলা পরিষদ চত্বরে রুরাল পাইপ ওয়াটার সাপ্লাই স্কীম ভিত্তি প্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফুল আলম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রেজওয়ান হোসেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নূর-এ-হাবীব টিটন, মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা স্মৃতি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আনিছুর রহমান, সদর উপজেলা কৃষি অফিসার মোঃ আল ইমরান, সদর উপজেলা মৎস্য অফিসার মোঃ অহেদুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাছিরুদ্দীন পলাশ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্যঃ গাইবান্ধা জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিপ্তরের বাস্তবায়নে মানব সম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রকল্পের আওতায় ১১ লাখ টাকা ব্যয়ে এই কাজ বাস্তবায়ন করা হয়। এই স্কীমটি বাস্তবায়িত হলে উপজেলা পরিষদের আশেপাশের প্রায় ৩০-৪০টি পরিবারের নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।