রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:১১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর বন্দরের রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের লক্ষ্মীপুর বন্দরের বড় মসজিদ সংলগ্ন রাস্তাটিতে গর্ত হয়ে জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে রাস্তাটির বেহাল দশা। কর্তৃপক্ষ রাস্তাটি সংস্কারের কোন ধরণের উদ্যোগ নিচ্ছে না। অবিলম্বে রাস্তাটি সংস্কারের দাবিতে গতকাল লক্ষ্মীপুর বড় মসজিদ সংলগ্ন ভাঙ্গা রাস্তার পার্শ্বে কমিউনিস্ট পার্টি লক্ষ্মীপুর শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কমিউনিস্ট পার্টির লক্ষ্মীপুর শাখার সম্পাদক আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, গাইবান্ধা সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ছাদেকুল ইসলাম, জাহাঙ্গীর আলম এবং স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা অবিলম্বে রাস্তাটি সংস্কারের জন্য কর্তৃপক্ষের প্রতি জোড় দাবি জানান এবং অল্প সময়ের মধ্যে রাস্তা সংস্কারের কাজ করা না হলে এলাকাবাসীকে সাথে নিয়ে প্রয়োজনে সড়ক অফিস ঘেরাও করা হবে বলেও হুসিয়ারি উচ্চারণ করেন।